যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপপ্রচারের মামলা দায়ের করেছেন।
তিনি পত্রিকাটিকে ডেমোক্র্যাটিক পার্টির "মুখপত্র" হিসেবে আখ্যায়িত করেছেন এবং অভিযোগ করেছেন যে পত্রিকাটি বছরের পর বছর ধরে তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই মামলা দায়ের করা হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমস তাকে, তার পরিবারকে, তার ব্যবসাকে এবং রিপাবলিকান-নেতৃত্বাধীন আন্দোলনগুলোকে লক্ষ্য করে মিথ্যাচার করছে।
মামলার মূল কারণ হিসেবে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-এর প্রকাশিত কিছু নিবন্ধকে উল্লেখ করা হয়েছে, যেখানে ট্রাম্পের সঙ্গে প্রয়াত জেফরি এপস্টাইনের সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই প্রতিবেদনে একটি যৌন ইঙ্গিতপূর্ণ নোট এবং চিত্র নিয়েও কথা বলা হয়েছিল। ট্রাম্প এই প্রতিবেদনগুলিকে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেছেন।
ট্রাম্প অভিযোগ করেন যে, নিউ ইয়র্ক টাইমস তাদের সাংবাদিকতাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট করেছে, যা প্রকৃতপক্ষে ডেমোক্র্যাটদের জন্য একটি "বৃহৎ অবৈধ প্রচারণা অনুদান" হিসেবে কাজ করছে।
নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ এই মামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এর আগে, যখন ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন, তখন পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা নির্ভয়ে সত্য প্রকাশ করে যাবে এবং সাংবাদিকদের অধিকারের পক্ষে দাঁড়াবে।
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি।
ডিবিসি/এমইউএ