আন্তর্জাতিক

নিউ জার্সির প্যাটারসনে বর্ণিল শীতকালীন পিঠা উৎসব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন সিটিতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট শীতকালীন পিঠা উৎসব ও মেলা ২০২৫।

প্যাটারসন সিটির পাবলিক স্কুল যোশেফ ট্যাবের অডিটোরিয়ামে গ্রেটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রবাসীদের ঢল নামে। 

 

চিতই, পাটিসাপ্টা, পুলি, ভাপা, পাকন ও হৃদয় হরণসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাঙালি গৃহিণীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাঈয়া, নিউ জার্সি স্টেট অ্যাসেম্বলিম্যান আলা আব্দেল আজিজ, সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মারিজা ডাভিলা ও কাউন্সিলম্যান শাহীন খালিক। আয়োজকরা জানান, প্রবাস যবনের যান্ত্রিকতা ভুলে বাঙালির চিরাচরিত আড্ডা আর সম্প্রীতির বন্ধনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন