প্রতিরক্ষা শিল্পে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ নিল তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের তৈরি প্রথম সাবমেরিন বা ডুবোজাহাজ এর নির্মাণকাজ শুরু করেছে।
একই সঙ্গে ন্যাটোর মিত্র দেশ রোমানিয়ার কাছে প্রথমবারের মতো একটি যুদ্ধজাহাজ বিক্রির চুক্তিও সম্পন্ন করেছে আঙ্কারা।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়, তুরস্কের গোলচুক শিপইয়ার্ড কমান্ডে জাতীয় সাবমেরিন বা ‘মিলডেন’এর প্রথম টেস্ট ব্লকের নির্মাণকাজ শুরু হয়েছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এই সাবমেরিন তৈরি করা হচ্ছে।
রোমানিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি ব্রিফিংয়ে আরও জানানো হয়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান আসফাত রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রোমানিয়াকে একটি ‘আখিসার’ লাইট কর্ভেট যুদ্ধজাহাজ সরবরাহ করা হবে। এটিই ন্যাটোর কোনো সদস্য দেশের কাছে তুরস্কের প্রথম যুদ্ধজাহাজ বিক্রির ঘটনা।
স্টিল ডোম ও অন্যান্য প্রকল্প এর আগে গত সপ্তাহে ইস্তাম্বুল শিপইয়ার্ডে ‘টিএফ-২০০০’নেভাল এয়ার ডিফেন্স ডেস্ট্রয়্যারের নির্মাণকাজ শুরু হয়েছে। তুরস্কের পরিকল্পিত স্টিল ডোম বা বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এই ডেস্ট্রয়্যারটি তৈরি করা হচ্ছে।
তথ্যসূত্র রয়টার্স
ডিবিসি/এমইউ