তুরস্কের পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু গতিসীমা লঙ্ঘন করে জরিমানার শিকার হয়েছেন। একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার পরই তিনি এই জরিমানার মুখে পড়েন। বিষয়টি নিয়ে সেদেশে ব্যাপক আলোচনা চলছে।
রবিবার সন্ধ্যায় মন্ত্রী আব্দুলকাদির উরালোগলু সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে রাজধানী আঙ্কারার নিকটবর্তী একটি মহাসড়কে গাড়ি চালাতে দেখা যায়। ভিডিওতে তুরস্কের লোকসংগীত এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের অংশ শোনা যাচ্ছিল। কিন্তু ভিডিওটির বিভিন্ন অংশে অসাবধানতাবশত গাড়ির স্পিডোমিটারটিও দেখা যায়, যেখানে তার গাড়ির গতি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার পর্যন্ত উঠতে দেখা যায়। অথচ ওই মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৩৭ কিলোমিটার।
ব্যাপক সমালোচনার কয়েক ঘণ্টা পরেই মন্ত্রী উরালোগলু পুনরায় ভিডিওটি পোস্ট করে স্বীকার করেন যে তিনি গতিসীমা লঙ্ঘন করেছেন এবং এর জন্য তাকে জরিমানা করা হয়েছে। তিনি লেখেন, "আঙ্কারা-নিগদে মহাসড়ক পরিদর্শনের জন্য আমি চালকের আসনে বসেছিলাম এবং অনিচ্ছাকৃতভাবে অল্প সময়ের জন্য গতিসীমা অতিক্রম করে ফেলি। এই ভিডিওর মাধ্যমে আমি নিজেই নিজেকে ধরিয়ে দিয়েছি।"
তিনি জরিমানার নোটিশের একটি কপিও পোস্ট করেন, যেখানে ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর জন্য তাকে ৯,২৬৭ তুর্কি লিরা জরিমানা করার কথা উল্লেখ করা হয়। মন্ত্রী তার পোস্টে আরও যোগ করেন, "ভবিষ্যতে আমি আরও অনেক বেশি সতর্ক থাকব। গতিসীমা মেনে চলা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক।"
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এমএআর