দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের মাঝেই কাতার তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সোমবার (২৩শে জুন) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপটি অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে এবং দেশের বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রহণ করা হয়েছে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইরান তার পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছে। এই উত্তেজনার ফলে কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দূতাবাসগুলোর এই পরামর্শ একটি সাধারণ সতর্কতা এবং এর দ্বারা কোনো নির্দিষ্ট হুমকির ইঙ্গিত দেওয়া হয়নি। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং কর্তৃপক্ষ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।
এই ঘোষণার পর কাতারের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আগামীকালকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মচারী এবং শিক্ষার্থীদের কাছে বার্তা পাঠিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি অবস্থিত, যা এই অঞ্চলের মার্কিন সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভূত পরিস্থিতিতে কাতার এয়ারওয়েজসহ অন্যান্য বিমান সংস্থা তাদের ফ্লাইট সময়সূচী পরিবর্তন করতে বাধ্য হতে পারে, যা আন্তর্জাতিক ভ্রমণের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিবিসি/এএনটি