বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তার নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন।
এই সফর উপলক্ষে ওই দিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে- সকাল ১০টায় হবিগঞ্জে নির্ধারিত কর্মসূচি, দুপুর ১২টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা। বিকেলে সুনামগঞ্জ ও সিলেট শহরে পৃথক পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী জানান, জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়ার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।
ডিবিসি/এসএফএল