অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের ওপেনার যুব টাইগার পারভেজ হোসেন ইমন সংবর্ধনা পেয়েছেন নিজ গ্রামে।
পিতৃভূমি নিজ জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে লাইন ইসমাইল ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। রবিবার বিকাল সাড়ে ৩টায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার ইমন। স্থানীয় যুবকদের মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে ইমন সংবর্ধনা স্থানে আসেন। এসময় উৎসুক লোকজনকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংবর্ধনাস্থল।
পরে, বিকাল প্রায় ৪টার দিকে সংবর্ধনা মঞ্চে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসমাইল ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেন। আর বক্তব্য রাখেন: ছয়ানি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন জসিম, বিকেএসপির কোচ ইরফানুর জামান সোহাগ, আয়োজক রবিউল হাছান পলাশ, সংবর্ধিত ইমনের বড় ভাই ফয়সল হোসেনসহ অনেকে।
আয়োজকরা বক্তব্যে জানান, নিজ এলাকায় ইমনকে সংবর্ধিত করার উদ্দেশ্য ভবিষ্যতে তাকে দেখে এলাকার যুব সমাজ অনুপ্রাণিত হবে। তারা প্রত্যাশা করেন, ইমনকে দেখে এখান থেকে উঠে আসবে অনেক ইমন।
পরে পারভেজ হোসেন ইমন সাংবাদিকদের জানান, ভবিষ্যতে নিজের পারফর্মেন্স ধরে রেখে জাতীয় দলে খেলতে চান।
পারভেজ হোসেন ইমন জন্ম গ্রহণ করেন ছয়ানী ইউনিয়নের ছোট শীব নারায়ণপুর গ্রামে। তিনি আলী সওদাগর বাড়ির মো. সিরাজ বাবুল ও কুসুম আক্তার দম্পতির ছেলে। তিন ভাই-বোনের মধ্যে ইমন সর্বকনিষ্ঠ।