বাংলাদেশ, জেলার সংবাদ

নিরাপত্তার দাবিতে রাজশাহী ও রংপুরে চিকিৎসকদের কর্মবিরতি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রাজশাহী ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রংপুরে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কর্মবিরতির পাশাপাশি চিকিৎসকরা মানববন্ধন করে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, হাসপাতালে প্রতিদিনই রোগীর স্বজনদের হাতে চিকিৎসক ও নার্সরা লাঞ্ছিত হচ্ছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকী জানান, ঢাকা ও রাজশাহিসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রায়ই চিকিৎসক ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটছে। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। 

 

এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তারা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন