বাংলাদেশ, রাজনীতি

নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ: তারেক রহমান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে জাতির শোকগাথা বন্ধ হবে না।

তিনি উল্লেখ করেন, চব্বিশের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের ছিল না, এটি ছিল দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য আলাদা একটি অধিদপ্তর গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

 

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে শহিদ, আহত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান শহিদ পরিবারের সদস্যদের আত্মত্যাগের কথা শোনেন। 

 

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের অসীম সাহসিকতার কারণেই ফ্যাসিবাদ শুধু ক্ষমতা হারায়নি, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে সব শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমে এসেছিল বলেই এই বিজয় সম্ভব হয়েছে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন