আন্তর্জাতিক, ভারত

নিরামিষভোজী গ্রাহককে মাংসের বিরিয়ানি দেওয়ায় রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরামিষভোজী গ্রাহককে ভুলবশত আমিষ বিরিয়ানি পরিবেশন করার অভিযোগে রাঁচিতে এক হোটেল মালিককে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ই অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে। পুলিশ সুপার (গ্রামীণ) প্রবীণ পুষ্কর জানান, কাঙ্কে-পিঠোরিয়া রোডের ওই হোটেল থেকে একজন গ্রাহক নিরামিষ বিরিয়ানি পার্সেল নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে অভিযোগ করেন যে তাকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসকল তথ্য জানা যায়।

 

রেস্তোরাঁর মালিক বিজয় কুমার নাগ (৪৭) সেই সময় একটি টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ হামলাকারীদের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি গুলি তার বুকে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

নিহত বিজয় কুমার নাগ কাঙ্কে থানা এলাকার ভিট্ঠার বাসিন্দা ছিলেন।

 

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIMS)-এ পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

কাঙ্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রকাশ রজক বলেন, ‘দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার সকালে উত্তেজিত স্থানীয়রা কিছু সময়ের জন্য কাঙ্কে-পিঠোরিয়া রোড অবরোধ করে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।’

 

তিনি আরও জানান, এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন