বাংলাদেশ, জাতীয়

নির্বাচনি এলাকার সীমানা পুনঃনির্ধারণ, ৩৯ আসনে পরিবর্তন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ১০:২২:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশন (ইসি) দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করেছে। ভোটার সংখ্যা বেশি হওয়ায় গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ছে এবং তুলনামূলকভাবে ভোটার কম হওয়ায় বাগেরহাট জেলায় একটি আসন কমছে।

আজ বুধবার (৩০শে জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, সবচেয়ে বেশি ভোটার থাকা জেলায় আসন বাড়ানো এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এই প্রস্তাব অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়বে এবং বাগেরহাটে একটি কমবে।

 

তিনি আরও জানান, মোট ৩৯টি আসনে পরিবর্তন আসছে এবং এ বিষয়ে আগামী ১০ই আগস্ট পর্যন্ত দাবি বা আপত্তি গ্রহণ করা হবে। নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যেই তা প্রকাশ করা হবে।

 

অন্যদিকে, বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরে দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জানান, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটারদের ভোটিং সিস্টেম সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন