আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে সিলেট অঞ্চল পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ পরিদশর্নে তিনি সিলেটের প্রশাসনিক ও সামরিক কর্মকর্তাদের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় মিলিত হন।
দুপুরে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাপ্রধান উপস্থিত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সকল জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। সভার মূল লক্ষ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি নিছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বক্তব্য প্রদানকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্বরত সেনাসদস্যদের উদ্দেশে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সর্বোচ্চ নিরপেক্ষতা, কঠোর শৃঙ্খলা এবং ধৈর্যের পরিচয় দিতে নির্দেশ দেন। জনগণের আস্থা অর্জনে তিনি সেনাসদস্যদের প্রতি নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রয়োজনীয় রণকৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।
সিলেট এরিয়া পরিদর্শনকালে সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), সেনাবাহিনীর সামরিক সচিব, কমান্ড্যান্ট (এসআইএন্ডটি), ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ডিবিসি/এএমটি