বাংলাদেশ, রাজধানী

নির্বাচনি প্রচারণার চতুর্থ দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত প্রার্থীরা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার চতুর্থ দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

দেশব্যাপী নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি চলছে দলভিত্তিক পাল্টাপাল্টি অভিযোগও। তবে ভোটাররা সাফ জানিয়ে দিয়েছেন, যারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবেন, কেবল তাদেরকেই নির্বাচিত করতে চান তারা।

 

ঢাকা-৯ আসনে সবুজবাগ, মুগদা ও খিলগাঁও এলাকায় দুপুরে প্রচারণাকালে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভোটারদের আশ্বাস দেন, নির্বাচিত হলে বঞ্চিত নাগরিক সুবিধা ফিরিয়ে দেওয়া হবে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণায় নেমে নিজের স্বচ্ছ ও জবাবদিহির রাজনীতির কথা তুলে ধরছেন। তিনি জানান, ভোটারদের কাছ থেকে তিনি স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন।

 

এদিকে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি উন্নত শহর গড়ে তুলবেন।

 

অন্যদিকে ঢাকা-৪ আসনের সূত্রাপুর, ডেমরা, কদমতলী ও শ্যামপুর এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রার্থীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

 

এছাড়া ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দিনভর নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন এবং ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরউদ্দিন পাটোয়ারীও প্রচারে গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন