বাংলাদেশ, রাজনীতি

নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার করা যাবে না: এনএসসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২৪ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারের রীতি বাংলাদেশে নতুন কিছু নয়। অনেক খেলোয়াড় নিজ থেকেও নানা উদ্দেশ্যে ছুটে যান। এবার অবশ্য এই দৃশ্য দেখা যাবে না। খেলোয়াড়দের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সোমবার (২৪শে নভেম্বর) সংস্থার উপসচিব আমিনুল এহসানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর নির্দেশনা জারি করা হয়।

 

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। এমনকি কোনো নির্বাচনি সভার মঞ্চে ওঠা বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকেও তাদের বিরত থাকতে বলা হয়েছে। অতীতে নির্বাচনের আগে তারকা খেলোয়াড়দের বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণায় দেখা গেলেও এবার সেই রেওয়াজ বন্ধে কঠোর অবস্থান নিল এনএসসি।

 

নির্দেশনায় আরও বলা হয়, খেলোয়াড়দের মূল কাজ হলো ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখা। তাই তাদের ব্যক্তিগতভাবে এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। এনএসসির মতে, এই নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে তা দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন