ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এদিন বেলা সাড়ে ১১টায় জনসভায় বক্তব্য দেওয়ার পর বিকেলে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন।
দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগর ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে চট্টগ্রাম সফরে এসেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সফরকে তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা।
ডিবিসি/পিআরএএন