সিলেটের পর এবার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, শনিবার তিনি চট্টগ্রামে রাত্রিযাপন করবেন এবং পরদিন রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।
সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের সমাবেশ শেষ করে তিনি ফেনীর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ফেনী পাইলট স্কুলের খেলার মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর ঢাকার পথে ফেরার সময় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং সবশেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে গুলশানের বাসায় ফিরবেন।
এর আগে গত বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান।
ডিবিসি/আরএসএল