নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বিকেল সাড়ে ৩টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠের জনসভা শেষে সন্ধ্যায় বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান।
আজকের খুলনার জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।
ডিবিসি/এমইউএ