আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে এবং তিনি বিশ্বাস করেন, আগামী নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হবে।
সোমবার (৭ই জুলাই) ঢাকার শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, "আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, বিচারব্যবস্থা পূর্ণ গতিতে চলছে এবং বিচার পূর্ণমাত্রায় দৃশ্যমান। আপনাদের হতাশ হবার কোনো কারণ নেই।" তিনি আরও বলেন, "শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। তারা বিশ্ববাসী ও বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। একারণেই আমরা সর্বোচ্চ মানের একটি শ্রেষ্ঠ বিচার করতে চাইছি।"
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "বাংলাদেশের ইতিহাসে এমন মহাকাব্যিক ঘটনা আর ঘটেনি। ছোট ভাইয়ের লাশ নিয়ে দুই বোনের মিছিল, ইয়ামিনের নিথর দেহ, পানি বিলি করা মা, মাদ্রাসার ছাত্রদের লড়াই—এসব ভোলার নয়।"
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ (জুলাই আপরাইজিং) প্রদর্শিত হয়। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, "বিগত ১৬ বছরে দেশের মানুষ নিপীড়ন, হত্যা ও গুমের শিকার হয়েছে। আমরা ফ্যাসিবাদীদের উৎখাত করেছি। যারা অধিকার আদায়ে শহীদ হয়েছেন, তাদের স্মৃতিকে সবার মাঝে জাগিয়ে রাখতে এ ধরনের অনুষ্ঠান বারবার আয়োজন করতে হবে।"
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "জুলাইয়ের আন্দোলন কেবল ৩৬ দিনের নয়, এটি ৫৪ বছরের আন্দোলন। এখন আমাদের প্রধান কাজ হলো সাংস্কৃতিকভাবে এর জবাব দেওয়া এবং সত্যকে বুদ্ধিবৃত্তিক কাঠামোর মধ্যে নিয়ে আসা।"
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চাইবে, তাদের দমন করতে হবে। আমরা মানবাধিকার লঙ্ঘন হতে দেবো না এবং ফ্যাসিবাদের পুনরুত্থান নিশ্চিতভাবে প্রতিহত করব।"
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে চলে যাওয়ার এক বছর হলো, কিন্তু এখন পর্যন্ত হত্যাকারীদের বিচার হয়নি। আমি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।"
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
ডিবিসি/এএনটি