বাংলাদেশ, জাতীয়

নির্বাচনের আগে বই প্রিন্ট হলে দেব: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের দোহাই দিয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ আটকাবে না বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনের আগে বই ছাপা হলে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। নির্বাচনের সঙ্গে বই বিতরণের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের ওপর কিছু বিধিনিষেধ থাকে, কিন্তু বই বিতরণের বিষয়টি ভিন্ন। বইয়ের ব্যাপারে আমরা বরং আরও উৎসাহিত করব। তিনি জানান, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সব বইয়ের অনুমোদন দেওয়া হয়েছে। কিছু বইয়ের রি-টেন্ডার করতে হয়েছিল। আশা করা যাচ্ছে, জানুয়ারির মধ্যেই মানসম্মত নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হবে। এতে হয়তো সামান্য এদিক-সেদিক হতে পারে, তবে বড় কোনো বিলম্ব হবে না।

 

বাজার দর ও রোজার প্রস্তুতি নিয়ে অর্থ উপদেষ্টা জানান, রোজাকে সামনে রেখে মসুর ডাল ও খেজুর কেনার প্রস্তুতি চলছে। মঙ্গলবার ২০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহ কমায় পেঁয়াজের দাম বেড়েছিল। তবে প্রতিবেশী দেশে বাম্পার ফলন হওয়ায় তারা এখন পেঁয়াজ নেওয়ার অনুরোধ করছে, ফলে দাম কমে আসবে। তবে সয়াবিন তেলের দাম নিয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের অসহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি।

 

নভেম্বরে মূল্যস্ফীতি বাড়া প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, মূল্যস্ফীতি হুট করে কমিয়ে আনা কঠিন। শুধু সুদের হার বাড়িয়ে এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়, সরবরাহ ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেন, বাজার ব্যবস্থা এখনো সম্পূর্ণ স্বচ্ছ ও দক্ষভাবে কাজ করছে না, যার প্রভাব পণ্যমূল্যের ওপর পড়ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন