জাতীয় নির্বাচনের আগে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি লেখা এক খোলাচিঠিতে এ আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
বুধবার সংস্থাটির ওবেয়সাইটে খোলাচিঠিটি প্রকাশ করা হয়। নির্বাচন সামনে রেখে লেখা এ চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ব্যক্তির সুরক্ষা, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ভোটের আগে এসব অধিকার সুরক্ষায় নীতি ও বিধান কার্যকরের আহ্বানও জানানো হয়। অ্যামনেস্টি মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার দায়িত্ব অন্তর্বর্তী সরকার কতটা পালন করছে এর চূড়ান্ত পরীক্ষা হবে আগামী কয়েক সপ্তাহ।
ডিবিসি/পিআরএএন