বাংলাদেশ, জাতীয়

নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের আগে ওই এলাকায় কোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে শুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর ইজতেমা মাঠে আগামী ২রা থেকে ৪ঠা জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২শে থেকে ২৪শে জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় নির্বাচনের আগে উক্ত মাঠে কোনো ধরনের জমায়েত বা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না।

 

এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন