আসন্ন নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলা কোনো পূর্বপরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্নিগ্ধা রেজওয়ানা।
ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলার ঘটনা দেশের জন্য একটি খারাপ বার্তা দিচ্ছে।
ড. স্নিগ্ধা রেজওয়ানা মনে করিয়ে দেন, চব্বিশের ৫ই আগস্টের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই প্রেক্ষাপটে এমন হামলা জনমনে আতঙ্ক তৈরি করছে। তিনি আরও উল্লেখ করেন, এসব ঘটনা নিয়ে সরকার ও বিভিন্ন মহলের বক্তব্য সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা ও আস্থা হারাচ্ছে।
ডিবিসি/আরএসএল