গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গত ১৭ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
আজ শুক্রবার (১লা আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, নির্বাচন ঘোষণা নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচালের জন্য নানা ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। একইসাথে জনগণের মাঝে বিএনপি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ যেন ফ্যাসিস্ট সরকারের মতো না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয়
রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, একটি পরগাছা দল এখন এনসিপির ঘাড়ে চেপে বসেছে।
নির্বাচন পদ্ধতির বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, পিআর পদ্ধতি বোঝে না। তরুণ প্রজন্মকে আগে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে, তারপর অন্য কোনো পদ্ধতি নিয়ে ভাবা যাবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার যেমন জনগণের মতামত ছাড়া ইভিএম চাপিয়ে দিতে চেয়েছিল এবং জনগণ তা প্রত্যাখ্যান করেছে, তেমনই এই পিআর পদ্ধতিকেও দেশের মানুষ ছুড়ে ফেলবে।
ডিবিসি/এএমটি