বাংলাদেশ, জাতীয়

নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি: সিইসি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ ০৫:৫৩:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময়ে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি হলে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। ওই বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি।

মঙ্গলবার (১লা জুলাই) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সাথে গত ২৬শে জুন সিইসি সাক্ষাৎ করেছিলেন। এ সময় তাদের মধ্যে একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছ তা প্রকাশের দাবি করেছিলো বিভিন্ন রাজনৈতিক দল।

 

এক প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে তখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ হয় না। কিন্তু এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও তেমন নিরপেক্ষ। এটা ছিলো সৌজন্য সাক্ষাৎ।

 

কোনো এজেন্ডা নিয়ে আলোচনায় যাইনি উল্লেখ করে তিনি বলেন, তবে কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আসাটাই তো স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রস্তুতি আছে কিনা। বলেছি আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যাতে সরকার যখন চায় তখন যেন নির্বাচনটা করতে পারি।

 

সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তার কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ ও শিডিউল নির্বাচন কমিশন থেকে সময়মতো জানতে পারবেন। সময় আসলে আমরা জানাবো। একটু অপেক্ষা করতে হবে। 

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। এখন পর্যন্ত ফোকাস জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন।

 

নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নিয়োগ প্রাপ্ত। 

 

তিনি বলেন, এখন সবার প্রত্যাশা একটাই- কখন নির্বাচন হয়। নির্বাচনের মাস দুয়েক আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন