বাংলাদেশ, রাজধানী

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৪:২৬:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 

 

শুনানিকালে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, ১৫ বছরের জঞ্জাল ১৬ মাসে সরানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ন্যস্ত করা উচিত। 

 

এর আগে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করলেও বাকি অংশ বহাল রেখেছিলেন, যার বিরুদ্ধে পরবর্তীতে আপিল করা হয়।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন