আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময় কালো টাকার অবৈধ লেনদেন ও প্রভাব বিস্তার রোধে মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নির্বাচনের সময় অর্থের অবাধ প্রবাহ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন বা ট্রানজেকশন সীমিত রাখা হবে।
তিনি আরও বলেন, এই সেবা পুরোপুরি বন্ধ বা অচল করে দেওয়া হবে না; বরং সাধারণ মানুষের প্রয়োজনে তা সচল রেখে কেবল লেনদেনের সীমা নিয়ন্ত্রণ করা হবে। মূলত নির্বাচনী মাঠে অর্থের অপব্যবহার ঠেকাতেই কমিশন এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
ডিবিসি/এএমটি