নির্বাচনি পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন অন্যতম অগ্রাধিকার। সংস্কার কার্যক্রম শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রচারণার মাঠে প্রধান রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা উত্তাপ ছড়াচ্ছে, যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং প্রার্থীদের আইন ভঙ্গের বিষয়ে কমিশন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কঠোর না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।
অন্যদিকে রাজনীতি বিশ্লেষক এম এম আকাশ মনে করেন, নির্বাচন সুষ্ঠু হলো কি না, তা নির্ভর করবে ভোটগ্রহণের আগে ও পরের কয়েকদিনের পরিস্থিতির ওপর। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলীও পরিস্থিতির ওপর নজর রাখার কথা বলেন।
ডিবিসি/এএমটি