জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সামান্তা শারমিন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। দলের সঙ্গে জামায়াতে ইসলামির নির্বাচনী জোট ও আসন সমঝোতার সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্বাচনে অংশ না নিলেও এখনই দল থেকে পদত্যাগ করছেন না তিনি।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে সামান্তা শারমিন বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, দলের ভেতরে নির্বাচনী কৌশল এবং বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রশ্নে ভিন্ন অবস্থান তৈরি হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এনসিপি–জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সে কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।’
এনসিপির মাত্র ১০ মাসের রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন ভিন্ন মতাদর্শ থেকে আসা মানুষদের নিয়ে গঠিত এই দলে ‘ইনার পার্টি স্ট্রাগল’ বা অভ্যন্তরীণ বিতর্ক একটি স্বাভাবিক ও অনিবার্য বাস্তবতা। সাংগঠনিক মধ্যমপন্থায় পৌঁছানো কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া নয় বলেও তিনি মন্তব্য করেন।
সামান্তা শারমিন আরও বলেন, দলের ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়। ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।
নিজের ও দলের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সাথে জোট গঠনের সিদ্ধান্ত এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়। তিনি তার বর্তমান অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য অপেক্ষা করবেন এবং সময়কেই এর চূড়ান্ত নির্ধারক বলে মনে করেন।
ডিবিসি/এনএসএফ