বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পুলিশ বাহিনীকে নতুন করে সাজাবো, যেন তারা আরও বেশি কাজ করতে পারে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের মলানি বাজার ও দেহন ময়দান বাজারে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের আমলে যারা দোষী তাদের বিচার হবে, নির্দোষ ব্যক্তিদের আমরা বুক দিয়ে আগলে রাখবো।
তিনি বলেন, বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি, কখনো জিতেছি কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি। কারো কোনো কাজ করে দিয়ে একটা টাকাও নেইনি, এক কাপ চা-ও খাইনি, বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি। তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।
হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, হিন্দু ভাই–বোনদের, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছেন, তাদের শুধু শাস্তি হবে। যারা অন্যায় করেননি, সাধারণ মানুষ, তাদের আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।
এবারের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আর মাত্র ১৫ দিন পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করছি ১৫ বছর আগে। মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি। সব ভোট নিয়ে গেছে ওরা। কারা? ফ্যাসিস্ট হাসিনার লোকেরা অথবা পুলিশ ও প্রশাসন। এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যাঁর ভোট তিনি দিতে পারবেন, যাঁকে খুশি তাঁকে দিতে পারবেন।’
ডিবিসি/ এইচএপি