আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবি'র রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তায় বিজিবি থেকে ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি জেলায় দায়িত্ব পালন করবেন। এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বিজিবি সদস্যদের বাহিনীর ভাবমূর্তি ও গৌরব রক্ষায় কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এবং এ বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না।
ডিবিসি/এএমটি