বাংলাদেশ, রাজনীতি

নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫৪ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের আমলনামা দেখে তাদের ‘লাল কার্ড’ দেখানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১০ই ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত সজিব রায়ের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি এই আহ্বান জানান।

 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি এবং সবার সমঅধিকার নিশ্চিত করতে হবে। জামায়াত নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোট বানচাল করতে নিজেদের বড় দল দাবি করা একটি দলের সমর্থকরা ভোটারদের বাধা দেওয়া এবং ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। তিনি জনগণকে এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন