বাংলাদেশ, জাতীয়

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং দায়িত্ববোধের পরিচয় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহরুল আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের 'হল অব ইন্টিগ্রিটি'-তে নবনিযুক্ত এএসপি প্রবেশনারদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। বাহিনীর সদস্যদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করা এবং জনসাধারণের হারানো আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।


অনুষ্ঠানে উপস্থিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নিয়োগ কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি দীর্ঘদিনের বঞ্চনা শেষে ন্যায্য অধিকার ফিরে পাওয়ার একটি বড় দৃষ্টান্ত। উল্লেখ্য, এই কর্মকর্তারা ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও দীর্ঘ আইনি লড়াই শেষে সম্প্রতি নিয়োগ পেয়েছেন।


পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে পুলিশিং পদ্ধতিতে পরিবর্তনের তাগিদ দিয়ে আইজিপি বলেন, শুধুমাত্র শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতি বর্তমান যুগে যথেষ্ট নয়। সাইবার অপরাধ মোকাবিলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জনমত নিয়ন্ত্রণে বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। প্রতিটি কর্মকর্তাকে বৈশ্বিক সচেতনতা এবং ডিজিটাল পরিসরে সততা বজায় রাখতে হবে।


এএসপি প্রবেশনারদের বাংলাদেশ পুলিশ একাডেমিতে কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং বিধি-বিধান মেনে প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার ২৭তম ব্যাচের ৬০ জনসহ ২৮তম ও ৪৩তম ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এএসপি প্রবেশনার হিসেবে যোগদান করেছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন