ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে চার মিলিয়ন ইউরো বা প্রায় ৪৭ কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৯শে আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রাষ্ট্রদূত আরও জানান, নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী মাসেই ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিবিসি/আরএস