জাতীয়

নির্বাচনে শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান ধর্ম উপদেষ্টার

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা, অপব্যাখ্যা বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮শে নভেম্বর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা) আয়োজিত এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি কারি, আলেম-ওলামা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি আমরা চাই না। ধর্মের অপব্যাখ্যা করে দেশে অস্থিরতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মীয় বিষয়ে প্রকৃত হাক্কানী আলেম-ওলামারাই সর্বোচ্চ ব্যাখ্যা দাতা। কোনো অপব্যাখ্যাকে রাষ্ট্র মেনে নেবে না।

 

তিনি আরও বলেন, আমরা এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমাদের সবাইকে। সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে।

 

বাংলাদেশকে কোরআন শিক্ষার একটি উর্বর ক্ষেত্র উল্লেখ করে ড. খালিদ জানান, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ ও ক্বারীরা গৌরবময় সাফল্য অর্জন করে আসছেন।

 

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ অত্যন্ত নিখুঁত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে থাকে। সেই কারণেই আমরা বারবার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করছি। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন