নির্বাচন কমিশন মানুষের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করে তাদের পদত্যাগেরও দাবি করেছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার ( ২৪শে মে) দুপুরে বাংলামোটর কার্যালয়ে এক ব্রিফিং-এ এমন মন্তব্য করেন এনসিপি'র এ নেতা। আলাপ আলোচনার মধ্য দিয়েই নির্বাচন, বিচার এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার কথাও বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপি'র কোন সম্পর্ক নেই। জনদুর্ভোগ কমাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার বলে জানান তিনি।
ডিবিসি/এএমটি