বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণের অংশগ্রহণে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে তিনি অংশ নেবেন। তবে দেশের প্রধানমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি জনগণের ওপর ছেড়ে দিয়েছেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো জানান।
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবন কাটানো তারেক রহমান দীর্ঘ সময় পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন।
নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘আমি একটি রাজনৈতিক দলের সদস্য এবং একজন রাজনৈতিক কর্মী। নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং একজন রাজনৈতিক কর্মীর নিবিড় সম্পর্ক। কাজেই যেখানে জনগণের সম্পৃক্ততায় একটি প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে রাখতে পারব না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই ইনশাআল্লাহ মাঠেই থাকব আমি।’
আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেখুন, আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’
সাক্ষাৎকারে করা আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান জানিয়েছেন, জনসমর্থন যার থাকবে, বিএনপি তাঁকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেবে।
ডিবিসি/এফএইচআর