বাংলাদেশ, রাজনীতি

নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না বিএনপি: মির্জা ফখরুল

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৪:০৬:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, তারা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না।

আজ বুধবার (৬ই আগস্ট) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর বিএনপি এই অবস্থান পরিষ্কার করল।

 

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে এবং গণতন্ত্রের পথ সুগম হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে বলে মনে করে তিনি।


সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিগত তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। 

 

তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।


এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি নির্বাচিত সংসদই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একমাত্র বৈধ উপায়। বিএনপি নেতারা আশা করছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশ পুনরায় গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন