বাংলাদেশ, জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী ভারতীয় সাংবাদিকদের ভিসা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগ্রহী ভারতীয় সাংবাদিকদের ভিসার বিশেষ ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা জানান, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এবারের নির্বাচন প্রত্যক্ষ করুক। তিনি বলেন, ভারত থেকে সাংবাদিকরা আসতে চাইলে আমরা অবশ্যই তাদের ভিসার ব্যবস্থা করব। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় আগ বাড়িয়ে কাউকে আমন্ত্রণ না জানালেও, যারা আবেদন করবেন তাদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।


নির্বাচন ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা নেই। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানায়নি বলেও তিনি উল্লেখ করেন। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ঢাকা ত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে শঙ্কার কিছু নেই।


নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে উপদেষ্টা মন্তব্য করে বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারাই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, সরকার মনে করে, যদি কোনো সহিংসতার ঘটনা ঘটে, তবে তা ভোটে না থাকা দলগুলোর পক্ষ থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং রাজনৈতিক দলগুলো বর্তমানে সংযত আচরণ করছে বলেও তিনি জানান।


রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে উপদেষ্টা জানান, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছেন বলে অভিযোগ থাকলেও তা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। কারণ রোহিঙ্গারা আরাকানের অধিবাসী এবং এটি একটি বৃহত্তর ইস্যু।


এছাড়া, চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আমরা যেকোনো দেশের সহায়তা নিতে পারি, এতে অন্য কেউ আপত্তি তুললে তাতে কিছু আসে যায় না।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন