বাংলাদেশ, জাতীয়

নির্বাচন বিষয়ে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। ধারণা করা হচ্ছে, আজ বা আগামীকালের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচন নিয়ে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণার রেকর্ডিং হতে পারে। তিনি আরও জানান, গণভোট বিষয়টি সংযুক্ত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরেক দফা সংশোধন এনে অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া স্থগিত হওয়া কোনো প্রতীক এবারের ব্যালটে থাকবে না।

 

এর আগে, মঙ্গলবার (৯ই ডিসেম্বর) নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় তিনি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী অনুসন্ধান কমিটি (ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি) গঠনের জন্য ৩০০ বিচারক নিয়োগের অনুরোধ জানান। এবারই প্রথম এই কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন