জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে উন্নত করতে অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (অ্যাফেড) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন পর্যবেক্ষণকে মানসম্মত ও স্বচ্ছ করতে কমিশন থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। অ্যাফেড মূলত ২৭টি সংগঠনের একটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। রাজধানীর এই অনুষ্ঠানে বিভিন্ন নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল