বাংলাদেশ, রাজনীতি

নির্বাচন যত দেরিতে হবে, দেশ তত পিছিয়ে যাবে: ফখরুল

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ৭ই জুলাই ২০২৫ ০৬:৩০:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে 'স্লো পয়জনিং' বা ধীরগতির বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন দলের নেতারা।

সোমবার (৭ই জুলাই) সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক জনসভায় এ দাবি করেন বিএনপির নেতারা। জনসভায় শত্রু সংখ্যায় অনেক, তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

তিনি বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ ততটাই পিছিয়ে যাবে। বিএনপি আশা করছে, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করবে। 

 

এর আগে বেগম খালেদা জিয়াকে কারাগারে 'স্লো পয়জনিং' বা ধীরগতির বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও দলীয় নেতারা অভিযোগ তোলেন।

 

সকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের কর্মসূচি শুরু করেন। এরপর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে নেতারা অভিযোগ করেন যে, নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসনকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।

 

সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত সময়েই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বিএনপি প্রত্যাশা করে। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন