বাংলাদেশ, রাজনীতি

নির্বাচন যত সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে জুলাই ২০২৫ ০৮:০৯:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অঙ্গনে গুজব ও অপপ্রচারের মাত্রা তত বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শনিবার (১৯ই জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, "নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, গুজব ও অপপ্রচার তত বাড়বে।" তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "৫ই আগস্টের আগে সবাই এক থাকলেও এখন বিভক্তি তৈরি হয়েছে।"

 

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "তবে দিল্লিতে যারা আছে তারাই শান্তিতে আছে।" নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো নির্দেশনা না এলেও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে সমাবেশ আয়োজনকে ঘিরেও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।

 

বিএনপির এই নীতিনির্ধারক আরও অভিযোগ করেন যে, রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে তার দলকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

আলোচনায় সালাউদ্দিন আহমেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন