সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না এবং নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ তত পিছিয়ে পড়বে।
মির্জা ফখরুল উল্লেখ করেন, শত্রুর সংখ্যা অনেক হওয়ায় নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। বিএনপি আশা করছে, সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন আয়োজন করবে। এর পাশাপাশি, দলের নেতারা অভিযোগ করেন যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ বা ধীরগতির বিষপ্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল।
সোমবার (৭ই জুলাই) সকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি শুরু হয়। এরপর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এই সময় নেতারা নির্বাচন এবং বিএনপি চেয়ারপার্সনকে হত্যার বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি প্রত্যাশা করে।
পরে, বিএনপি মহাসচিব সিলেট জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ হওয়া পরিবারগুলোর সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ডিবিসি/এএনটি