বাংলাদেশ, রাজধানী

'নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের সব নীতি পুনঃপর্যালোচনা করা হবে'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেলিকম নীতিমালাসহ অন্তর্বর্তী সরকারের নেওয়া জনস্বার্থ সংশ্লিষ্ট সব নীতি পুনঃপর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২২ শে নভেম্বর) রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় টেলিকম খাতের দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেন, নীতিমালা সংস্কারের নামে সরকার টেলিযোগাযোগ খাতকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে, যা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। 

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি অনির্বাচিত সরকারের জাতীয় নিরাপত্তা ও দেশীয় উদ্যোক্তাদের স্বার্থবিরোধী কোনো নীতি গ্রহণ করা উচিত নয়। তিনি বিতর্কিত বিষয়গুলো নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রেখে দেওয়ার আহ্বান জানান।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন