বাংলাদেশ, জেলার সংবাদ

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম চাকরি থেকে বরখাস্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২রা জুলাই ২০২৫ ০৬:৫২:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে ওএসডি ও সাময়িক বরখাস্ত) তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (২রা জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুদণ্ড আরোপের কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম গত বছরের ৬ অক্টোবর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন। এই ঘটনাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছিল।

 

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তার জবাব সন্তোষজনক না হওয়ায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় এবং দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় নোটিশের জবাব এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং রাষ্ট্রপতিও এই দণ্ড অনুমোদনের বিষয়ে সম্মতি প্রদান করেছেন।

 

উল্লেখ্য, তাপসী তাবাসসুম তার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

 

এছাড়াও তিনি শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষেও একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন বলে জানা যায়। এই ঘটনার পর গত বছরের ৬ অক্টোবর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ৭ অক্টোবর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন