বাংলাদেশ, জাতীয়

নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ায় কলিং ভিসার মাধ্যমে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো।

মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মী গত বছরের ৩১শে মের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেননি, তাদের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মসংস্থানের অনুমোদন দেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকার দেশটির নির্মাণ (কনস্ট্রাকশন) ও পর্যটন খাতে এসব কর্মীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগকর্তাদের চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় সকল তথ্য ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (FWCMS)-এর অনলাইন পোর্টালে দাখিল করতে হবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন