খেলাধুলা, অন্যান্য খেলা

নিষিদ্ধ হলেন আর্চার রোমান সানা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই নভেম্বর ২০২২ ০২:৫৭:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় শাস্তি পেয়েছেন অলিম্পিকে অংশ নেওয়া দেশসেরা আর্চার রোমান সানা। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

বাংলাদেশ আর্চারি ফেডারেশন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমান সানার আচরণ নিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের অসন্তুষ্টি ছিল। তাকে সাবধান করে চিঠি দেওয়া হলে তিনি ক্ষমা চেয়েছিলেন। পরে তাকে ক্ষমাও করে দেওয়া হয়েছিল। কিন্তু ফের নাকি শৃঙ্খলা ভাঙার পথেই হেঁটেছেন টোকিও অলিম্পিকসে খেলা এই আর্চার।

তাই ফেডারেশন সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, 'রোমান শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছিল। তাই তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। এই সময়ে রোমান ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আমরা মনে করি, ওর সংশোধন হওয়া উচিত।'

নিষিদ্ধের বিষয়টি কাছে শুনে অবাকই হয়েছেন রোমান। টঙ্গীর আহসান উল্লাহ স্টেডিয়াম থেকে ফোনে বলেন, 'ফেডারেশন আমাকে নিষিদ্ধ করেছে, তা আপনার কাছেই প্রথম শুনলাম। আমি তো শোকজের উত্তরে নিজের আচরণের কারণে ক্ষমা চেয়েছিলাম। আসলে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। এখন স্যারদের সঙ্গে কথা বলে দেখি। নিষিদ্ধ হলে তো কিছুই করা যাবে না।’

আরও পড়ুন