খেলাধুলা, ফুটবল

নিষেধাজ্ঞা থেকে ফিরেই দলকে জেতালেন মেসি!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ১০:৩৮:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার দিনই দেখা মিলল লিওনেল মেসি ম্যাজিকের। বাংলাদেশ সময় আজ ভোরে তার জাদুকরী পারফরম্যান্সে ভর করে লিগস কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব আটলাসের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের দুটি গোলেই ছিল আর্জেন্টাইন এই মহাতারকার সরাসরি অবদান।

ম্যাচ যখন ১-১ সমতায় ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে দেখা মেলে আরেকটি মেসি ম্যাজিকের। তার বাড়ানো এক নিখুঁত পাস থেকে গোল করে দলকে উল্লাসে ভাসান মার্সেলো ভিগান্ট। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন, কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্যে গোলের সিদ্ধান্ত বহাল থাকলে জয় নিশ্চিত হয় মায়ামির।
 

এর আগে ম্যাচের ৫৮ মিনিটে তেলাসকো সেগোভিয়ার করা প্রথম গোলটিও এসেছিল মেসির পাস থেকে। আর ৮২ মিনিটে আটলাসের রিভালদো লোজানো গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু শেষ রক্ষা হয়নি, শেষ হাসি হেসেছে মেসির দলই।
 

অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এমএলএস কর্তৃপক্ষ মেসি ও তার সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমেই নিজের জাত চেনালেন মেসি। জুলাই মাসে ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট করে তিনি ইতোমধ্যেই মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন।
 

এই ম্যাচ দিয়েই ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটেছে আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পলের। জাতীয় দলের সতীর্থ মেসির সাথে ছায়ার মত লেগে থাকা ডি পল এখন ক্লাব ফুটবলেও জুটি বাঁধলেন তার সাথে। 

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন