আর মাত্র একদিন পরই নদীতে মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভোলার জেলে পল্লীগুলোতে উৎসবের আমেজ।
মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। কেউ সুতা দিয়ে মেরামত করছেন জাল, কেউবা ব্যস্ত নৌকা প্রস্তুতে। মৎস্য আড়তগুলোতেও ফিরছে কর্মচাঞ্চল্য। আগামী শনিবার মধ্যরাতে ৪ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
নিষেধাজ্ঞা চলাকালীন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীপাড়ের জেলেদের অলস সময় কেটেছে। উপার্জনের একমাত্র পথ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন মৎস্যজীবীরা। ভোলার দুই লক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধিত ১ লাখ ৬৮ হাজার জেলে ২৫ কেজি করে চাল পেলেও, নিবন্ধনের বাইরে থাকা প্রায় ১ লাখ জেলের ভাগ্যে কিছুই জোটেনি।
তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন সবাই বড় ইলিশ আহরণের আশায় বুক বেঁধেছেন। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া জানান, মা ইলিশ রক্ষা অভিযান পুরোপুরি সফল হয়েছে। ভোলায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে এ পর্যন্ত ১১৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪২ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।
ডিবিসি/এমইউএ