অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে নীলফামারীতে তিস্তা নদীর পানিতে ডুবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। বন্যার সময় ত্রাণ সরবরাহ ও পানিবন্দি মানুষকে উদ্ধারের লক্ষ্যে কেনা আধুনিক রেসকিউ বোট বা উদ্ধারকারী নৌকাগুলো এখন নিজেরাই উদ্ধারের অপেক্ষায় রয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে সারাদেশে ৬০টি আধুনিক রেসকিউ বোট কেনা হয়েছিল, যার প্রতিটির মূল্য ৮৮ লাখ টাকার বেশি। এর মধ্যে নীলফামারী জেলায় তিনটি বোট বরাদ্দ দেওয়া হয়।
৫৪ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি বোটের ৮০ জন যাত্রী বহনের ক্ষমতা ছিল। কিন্তু ২০২৪ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণ বা হস্তান্তরের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সেগুলো এখন অকেজো হয়ে পড়েছে।
বোটগুলোর ইঞ্জিন বিকল হয়ে গেছে, ছাউনি নেই এবং তলার কাঠের পাটাতন ও কেবিনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, জেলা প্রশাসক জানিয়েছেন, বরাদ্দের অভাবে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না এবং ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন তারা। ফলে কোটি টাকার এই সম্পদ এখন চোখের সামনেই ধ্বংস হচ্ছে।
ডিবিসি/এএমটি